Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কর অঞ্চল-খুলনা সম্পর্কিত গল্প নয় সত্যি
ডাউনলোড

ক)        কর অঞ্চল-খুলনার ২০১৭-২০১৮,  ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট লক্ষ্যমাত্রা যথাক্রমে ২১৩৫.০০ কোটি, ২৫১১.৮৭ কোটি ও ২৮৪০.৯৭ টাকার বিপরীতে আদায় হয়েছে যথাক্রমে ১৮১২.৭৬ কোটি, ২৪০০ কোটি ও ২১৩৫ কোটি টাকা।

খ)         এ কর অঞ্চলের নানামুখী উদ্যোগের ফলে নতুন করদাতা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ২০১৬-২০১৭ অর্থবছরে ১,০৩,৮৬৩ জন, ২০১৭-২০১৮ অর্থবছরে ৪৩,৩৩৩ জন, ২০১৮-২০১৯ অর্থবছরে ৪৫,৫২৩ জন এবং ২০১৯-২০২০ অর্থবছরে ৯২,৬৮৪ জন।

গ)         কর অঞ্চল-খুলনায় ১০টি জেলা ও ৫৯টি ‍উপজেলার UDC ও MDC উদ্যোক্তাগণকে TIN বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ঘ)         Stakeholder/অংশীজনদের সাথে কর সেবা, নতুন টিআইএন বৃদ্ধি, ইত্যাদি বিষয়ে মতবিনিময় করা হয়। তাছাড়া ইমাম, পুরোহিত, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাথে একাধিকবার আয়কর বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ঙ)         উৎসে কর এবং বকেয়া কর আদায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চ)         আয়কর অফিসসমূহে কর বান্ধব পরিবশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সময় প্রতিটি কর সার্কেলের কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ প্রদান করা হয়েছে। গণশুনানী অনুষ্ঠানের মাধ্যমে করদাতাগণের সুবিধা অসুবিধা যথাযথভাবে বিবেচনায় নেয়া হয়েছে।

ছ)         জেলা এবং উপজেলা পর্যায়ে জমি অধিগ্রহণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।